তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে
সুন্দর তুমি তাই চেয়ে থাকি
ভালোবাসার স্বপ্ন আঁকি
ধীর পায়ে ভীরু কণ্ঠে,ভালোবাসার ব্যখ্যা বলি
ইন্চি ইন্চি প্রেম নিয়ে,মহাসাগর পাতাল গড়ি
আমি মেঘ,তুমি বৃষ্টি
আমি স্বপ্ন,তুমি তার ধারা
হে খোদা-হে প্রভু
সাক্ষ্যি আকাশ,সাক্ষ্যি পাতাল
সাক্ষ্যি তুমি মহান প্রভু
ভালোবাসি তারে-
সন্ধ্যা তারার মাঝে
যে গভীর স্বপ্ন আঁকে
আমাকে নিয়ে ভাবে
ভালোবাসি তারে-
যে শত সহস্র গভীর বিষাদ
পারি দিয়ে-
আসে ছুটে আমার কাছে
শূণ্য হ্রদয়ে পূর্ণতার এক বার্তা নিয়ে!