মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কন্যা সন্তান জন্ম দেয়ায়

childমানুষ কত নিষ্ঠুর হতে পারে এর একটি উদাহরণ এটি। কন্যা সন্তান জন্ম দেয়ায় তিন বছর ধরে স্ত্রীকে বাথরুমে আটকে রেখে নির্যাতন করেছে স্বামী ও তার বাড়ির লোকেরা। ঘটনাটি ভারতের বিহার রাজ্যের। রোববার রাতে ওই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ।

মহিলা পুলিশ স্টেশনের হাউজ অফিসার সীমা কুমারি জানান, ওই মহিলাকে উদ্ধারের সময় তার গায়ের পোশাক ছিল জীর্ণশীর্ণ। হাতের নখ ছিল অনেক বড় বড়। চুলগুলো ছিল উশকোখুশকো। অন্ধকারে থাকতে থাকতে আলোতে চু খুলতে পারছিলেন না তিনি।

তিনি জানান, ওই মহিলাকে জোর করে বাথরুমের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। নিজের সন্তানকে দেখতে দেয়া হতো না তাকে। নিয়মিত খাবারও দেয়া হতো না। মাঝে মাঝে দেয়া হতো বাসি খাবার। যৌতুক দিতে না পারা ও কন্যা সন্তানের জন্ম দেয়ার কারণেই তার ওপর এ নির্যাতন চালানো হয়।

দ্বারভাঙা জেলার অদ্রথড়ি থানার পাস্তান গ্রামের বাড়ি ওই মহিলার। ২০১০ সালে প্রভাত কুমার সিংয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শুরু হয় অত্যাচার। যৌতুক দিতে না পারায় বাড়তে থাকে অত্যাচারের পরিমাণ। তার ওপর কন্যাসন্তানের জন্ম দেয়ায় তা চরমে পৌঁছায়। নিজের মা-বাবার সঙ্গেও দেখা করতে দেয়া হতো না তাকে। এক পর্যায়ে তার বাবা শ্যাম সুন্দর সিং থানায় অভিযোগ করলে এ ঘটনা প্রকাশিত হয়। অতঃপর পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

চেন্নাইয়ের পঞ্চম শিরোপা

শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা সদস্য প্রেরণকারী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান আর নেই

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম