মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগরে সংযোগ সড়কের অভাবে দুর্ভোগ চড়মে

B Baria Mapআবু কামাল খন্দকার : মাত্র এক কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ সড়কের অভাবে নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রিয়াজতপুর, সাদেকপুর ও আইতলা গ্রামের লোকজন শ্রীরামপুর গ্রামে নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করতে পারছেনা। ফলে ওই তিনটি গ্রামের জনসাধারণ সময়মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শ্রীরমপুর উত্তর পাড়া সড়ক এবং গোপালপুর সড়কের মধ্যবর্তী ফসলী মাঠের পার্শ্বে সুপ্রশস্ত একটি গোপাট রয়েছে। গোপাটি খানা খন্দে ভরা। গোপাটটিতে মটি ভরাট করে সড়কে উন্নীত করা হলে ওই তিন গ্রামবাসী ইউনিয়ন কমপ্লেক্স ভবনে ও ক্লিনিকে সহজেই যাতায়াত করতে পারবেন। এছাড়াও শ্রীরামপুর উত্তর পাড়া খালের ওপর একটি পাকা ব্রিজ নির্মিত হলে গোপালপুর সড়কের ওপর দিয়ে উক্ত ইউনিয়নে সহজে কম খরচে সরকারি মালামাল পৌঁছে দেয়া সম্ভব হতো। তাছাড়া সংযোগ সড়কটি নির্মিত হলে শ্রীরামপুর ইউনিয়নের দূরত্বও  হ্রাস পাবে।