সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্ল্লিাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।প্রখ্যাত এই নজরুল সম্্রাজ্ঞীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে।
ফিরোজা বেগমের হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছিল না। পাশাপাশি তাঁর শরীরে জন্ডিস ধরা পড়ে।
গত সপ্তাহে ফিরোজা বেগমকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর গত বুধবার তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়ায় গত শুক্রবার তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।
নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম ১৯৩৪ সালের ২৮ জুলাই ফরিদপুরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মা বেগম কওকাবুন্নেসা। সংগীত পরিচালক কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ তাদের তিন সন্তান। বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি ১২ বছর বয়সে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। তিনি কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্য পেয়েছেন। চেষ্টা, নিষ্ঠা আর সততার গুণে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নজরুল সংগীতের সম্রাজ্ঞীর আসনে।
ফিরোজা বেগম তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, বাংলা একাডেমির ফেলোশিপ গ্রহণ, শেলটেক পদকসহ দেশ বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।