মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগরে পাহাড়াদারের লাশ উদ্ধার

Las Udderআবু কামাল খন্দকার : উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রাম থেকে মঙ্গলবার সকালে মজিবুর রহমান (৫০) নামে এক পুকুর পাহাড়াদারের লাশ উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ। সে নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জেলা মর্গে প্রেরণ করে। নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীর ব্যবস্থা নেয়া হবে।