শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

২১৬ বোতল বিদেশী মদ ও ৪৭ ক্যান বিয়ারসহ গ্রেফতার -১

DSC08712 র‌্যাব-১৪, কোম্পানী-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী এর নেতৃত্বে  ০৮/৯/১৪ ইং তারিখ আনুমানিক ০৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল বি-বাড়িয়া সদর থানাধীন ঢাকা-কুমিল্লা মহাসড়কে রাস্তার পূর্ব পাশে রাধীকা চৌমুনী বাজারের পাশে নাবিলা সিএনজি সার্ভিসিং সেন্টারের সামনে থেকে ১। নাইট রাইডার (বড়) ১২ বোতল, ২। নাইট রাইডার (ছোট) ২৪ বোতল, ৩। সিগনেচার রেয়ার এজিইডি হুইসকি ৭৫০ এমএল- ১২ বোতল, ৪। সিগনেচার রেয়ার এজিইডি হুইসকি ৩৭৫ এমএল- ২৪ বোতল, ৫। বিলেন্ডার প্রাইড ৭৫০ এমএল- ১২ বোতল, ৬।  বিলেন্ডার প্রাইড ৩৭৫ এমএল- ২৪ বোতল, ৭। অফিসার চয়েজ ব্লু ৭০০ এমএল- ২৪ বোতল, ৮। অফিসার চয়েজ ব্লু ৩৭৫ এমএল- ৪৮ বোতল, ৯। এ্যান্টিকুইটি ব্লু ৭৫০ এমএল- ১২ বোতল, ১০। হোয়াইট ম্যাজিক ট্যাংগো ৩৭৫ এমএল- ২৪ বোতল এবং ১১। গড ফাদার সুপার ষ্ট্রং হাই পাওয়ার বিআর ৫০০ এমএল – ৪৭ ক্যানসহ আসামী মোঃ রুবেল(২০), পিতা- আলফাজ মিয়া, সাং- উমেতপুর, থানা- আখাউড়া, জেলা- বি-বাড়িয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত আসামীর বিরুদ্ধে বি-বাড়িয়া সদর থানায় মামলা মুলে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এ জাতীয় আরও খবর