শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্য সহকারী কল্যাণ সমিতির ৫ দফা ন্যায্য দাবী পূরণের আহবান

B Baria Mapসোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্য সহকারী কল্যাণ সমিতির সভায় সংগঠনের সভাপতি খন্দকার শাহনেওয়াজের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা ও নবীনদের বরণ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুনীল দেবনাথ, আইরিন চৌধুরী, বিল্লাল সরকার, মাসুকুর রহমান, রাজীব চন্দ্র দাস, নাজির আহমেদ, নীলু ধাম, সাবিনা ইয়াছমিন, তাসলিমা খন্দকার প্রমুখ। সভায় বক্তারা স্বাস্থ্য সহকারীদের ২য় শ্রেণীতে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদাসহ ৫ দফা ন্যায্য দাবী সরকার পূরণ করার আহবান জানান। বক্তারা আরো বলেন, রোদ, বৃষ্টি সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা দিয়ে মাঠ পর্যায়ে মা ও শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকে এবং এ সেবার মাধ্যমে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে মিলিনিয়াম পুরস্কারে ভূষিত হন। সভাটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম।  পরে সদ্য যোগদানকারী স্বাস্থ্য সহকারীদের অভিনন্দন জানিয়ে ন্যায় দাবী আদায়ের লক্ষ্যে একমত পোষণ করে কাজ করার আহবান জানান। 

এ জাতীয় আরও খবর