গতকাল ঐতিহ্যবাহী তিতাস নদীতে নৌকাবাইচ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল রোববার দুপুর ২টায় জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী তিতাস নদীতে প্রতিবারের ন্যায় এবারও এক বর্ণাঢ্য নৌকাবাইচ অনুষ্ঠানের আয়োজন করা হয় । নৌকা বাইচে জেলা এবং জেলার বাইরে থেকে বিপুল সংখ্যক নৌকার অংশ গ্রহন হয়ছেলি। নৌকা বাইচ প্রতিযোগিতাটি শিমরাইলকান্দি গ্যাস ফিল্ড হতে -শুরু হয়ে মেড্ডাস্থ শ্মশান ঘাটে শেষ হয়েছে। নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছলিনে, গণপ্রজান্থ্রী বাংলাদেশ সরকার বস্ত্্র ও পাট মন্ত্্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্্ির মির্জা আজম এমপি, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্থ্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফয়জুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ প্রতযিোগতিা শষেে প্রধান অতথিি বস্ত্র ও পাট প্রতমিন্ত্রী মর্জিা আজম, বশিষে অতথিি স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদরি চৌধুরী, জাহাঙ্গীরনগর বশ্বিবদ্যিালয়রে সাবকে ভাইস চ্যান্সলের বজিয়ী দলরে হাতে পুরস্কার তুলে দনে।
এসময় ব্রাহ্মণবাড়য়িার জলো প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসনেসহ প্রশাসনরে অন্য র্কমর্কতারা উপস্থতি ছলিনে।
ব্রাহ্মণবাড়য়িার জলো প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসনে জানান, ব্রাহ্মণবাড়য়িার এই ঐতহ্যিকে ধরে রাখতে প্রতবিছর নৌকাবাইচরে আয়োজন করা হবে