মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয়নগরে এক মণ গাঁজা উদ্ধার

ganjaগোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনির বাড়ি থেকে এক মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, সকালে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলার পত্তন গ্রামে ফয়জুন্নাহারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির মাটির ঘর থেকে এক মণ গাঁজা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।