বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইল-অরুয়াইল সড়কের অর্ধেক গিলে খেয়েছে বন্যা

sarail pic(road) 06.09.14=মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অত্যন্ত ব্যয় বহুল ও জন গুরুত্বপূর্ণ সরাইল – অরুয়াইল সড়কের অর্ধেক গিলে খেয়েছে বন্যা। পানির ঢেউয়ের আঘাতে সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙ্গন ও গর্তের সৃষ্টি হয়েছে । কিছুটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। চিন্তিত ও বিচলিত হয়ে পড়েছে দুই ইউনিয়নের দুই লক্ষাধিক লোক। সরজমিনে দেখা যায়, বাণের পানির তোড়ে চুন্টার লোপাড়া থেকে পাকশিমুল গ্রাম পর্যন্ত  সড়কটির ডান পাশ ভেঙ্গে চলে গেছে হাওরে। পানির ঢেউ অব্যাহত থাকায় এখনো অব্যাহত রয়েছে ভাঙ্গন। অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের দুই লক্ষ মানুষকে ভাবিয়ে তুলেছে সড়কটি। সড়কের ভূঁইশ্বর, কালিশিমুল, ব্রাহ্মণগাঁও ও পাকশিমুল এলাকার ৫/৬ টি জায়গায় ভয়াবহ ভাঙ্গন ও গর্তের কারনে যে কোন সময় ঘটতে পাড়ে সড়ক দূর্ঘটনা। সড়কের পাশের গ্রাম গুলিতে বসবাসকারী লোকজন সর্বক্ষণ আতঙ্ক ও উৎকন্ঠায় সময় পার করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা প্রকৌশলী সর্বক্ষণ সড়কটির বিভিন্ন ভাঙ্গন তদারকি করছেন। ওই সড়কটি পরিদর্শন করেছেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন। ভাঙ্গন রোধ ও নির্মাণ কাজে প্রশাসনের পাশাপাশ স্থানীয় লোকদের সহায়তা চেয়েছেন উপজেলা প্রশাসন। পাকশিমুল গ্রামের বাসিন্ধা মোঃ হাবিবুর রহমান (৩২) বলেন, নিম্নমানের কাজ হয়েছে। তাই সড়কটি ভেঙ্গে যাচ্ছে। এলজিইডি’র সরাইল উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম হতাশা ব্যক্ত করে বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারনে সড়কটি ভেঙ্গে হানহান হয়ে গেছে। স্বচোক্ষে দেখলে মনে হয় কোন দেউ দানব আঘাত করেছে। সড়কটি রক্ষার জন্য প্রাণপন চেষ্টা করছি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছি। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন সড়কটি পরিদর্শনে গিয়ে হতবাক ও হতাশ হয়ে যান। তিনি দীর্ঘক্ষণ ঘুড়ে সড়কের ভাঙ্গন গুলো দেখেন। পরে তিনি ভূঁইশ্বর বাজারে এসে ভয়াবহ এ ভাঙ্গন রোধে প্রশাসনের পাশাপাশি এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে কাজ করার আহবান জানিয়েছেন।  

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ