শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের টেস্ট পরীক্ষা

bd test wiসেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় শুক্রবার রাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে টেস্ট জয়ের কোনো সুখস্মৃতিই নেই ওয়েস্ট ইন্ডিজের। এটাই ভরসা অতিথি বাংলাদেশের। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য বলে দিয়েছেন টেস্ট সিরিজ ড্র করার লক্ষ্য তার সেনাপতিদের।

২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের প্রথম সাক্ষাৎ সেন্ট ভিনসেন্টে। ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করেও প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতেছিল মাত্র ১ উইকেটে। পরের ঘটনা ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজে বিজয়ের যাত্রা শুরু সেখান থেকেই। প্রথম টেস্টটি হয়েছিল এখানেই। বাংলাদেশ দল জিতেছিল ৯৫ রানে। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। এখানে স্বাগতিকরা যে আরও একটি টেস্ট খেলেছেন তা শ্রীলঙ্কার সঙ্গে। ওই ম্যাচটি ড্র হয়েছিল।

শুধু পূর্ববর্তী জয়ের সুখস্মৃতি নয়, এই টেস্টে বাংলাদেশের জন্য সুযোগ আছে আরও কিছু অর্জনের। ১৭ বছর আগে ১৯৯৭ সালের ২০ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে নাটকীয়ভাবে ড্র হয়েছিল এই মাঠে অনুষ্ঠিত প্রথম টেস্টটি। সেই ম্যাচে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন লারা। দীর্ঘদিন পর এখানে দ্বিতীয় টেস্ট হয় ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে। সেবার এক নতুন উপ্যাখ্যান রচনা করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৯৫ রানে। এটি আবার বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর এই দুর্দান্ত জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তামিম ইকবালের। তিনি ১২৮ রান করেছিলেন। এই মাঠে লারা ও তামিম দুইজনে সেঞ্চুরি করে সহ-অবস্থানে রয়েছেন। এখন তামিমের জন্য সুযোগ লারাকে ছাড়িয়ে যাওয়া।

শুক্রবার প্রথম টেস্টে মাঠে নামার আগে নিজেদের বেশ ভালভাবেই ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন করেছেন সেন্ট ভিনসেন্টের মাঠে। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, ‘সুমন (ম্যানেজার) আমাকে ফোন করেছিল। সবাই সুস্থ আছে। সারাদিন বেশ পরিশ্রম করেছে দল। উইকেট দেখেও সন্তুষ্টি প্রকাশ করেছে কোচ।’ এর আগে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ব্যাটে ভালই শান দিয়েছেন মুশফিক-নাসিররা। তাদের ব্যাটিংয়ে দলের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন প্রধান নির্বাচক।
সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে মুশফিক নিজে সেঞ্চুরি করেছেনই প্রথম ইনিংসে, সেঞ্চুরি রয়েছে নাসিরেরও। সঙ্গে নিষ্প্রাণ ব্যাটিং উইকেটেও তিন বোলারের তিনটি করে উইকেট নেওয়া। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল-শামসুর রহমানের ভালো শুরু। সব মিলিয়ে সেন্ট কিটসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকে অর্জন কম দেখছেন না মুশফিক। প্রস্তুতি ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সব মিলিয়ে আমি সন্তুষ্ট। অনেক দিন ধরে আমরা টেস্ট খেলি না। সেদিক থেকে উন্নতির কিছু জায়গা তো আছেই। তবে আমরা তিনদিন মাঠে ছিলাম এবং ব্যাটসম্যানরা কম বেশি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে, এটাই বড় কথা।’

প্রস্তুতি ম্যাচ থেকে অর্জন যাই হোক। মুশফিকের চোখের সামনে এখন স্বপ্ন টেস্ট সিরিজে ড্র করা। তিনি বলেছেন, ‘ওয়ানডেতে অনেক ভাল কিছু করার সুযোগ ছিল। চেষ্টা করব সে রকম সুযোগ আবারও তৈরি করতে এবং তা কাজে লাগাতে। এটা আমাদের লক্ষ্য। আর ব্যক্তিগতভাবে বললে দুই টেস্টেই আমার ড্র করার ইচ্ছা। সেই সামর্থ্যও আমাদের আছে।’

দলে দুই ক্রিকেটারের অভিষেক হতে পারে। প্রস্তুতি ম্যাচে তাইজুল ইসলাম ও শুভাগত হোম দুইজনেই ভাল বোলিং করেছে। তাদের দু’জনেরই অভিষেক হতে পারে আজ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধান নির্বাচক ফারুক আহমেদও এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘তাইজুল-শুভাগত খুব ভাল বোলিং করেছে। তারা দলে থাকবে আমার মনে হয়। আসলে তাইজুলের জন্য সিরিজটা কঠিন হবে। ওদের দলে সুনিল নারিন নেই। উইকেটে ঘাস থাকবে। হার্ড উইকেট হবে। তাইজুলকে কষ্ট করে উইকেট নিতে হবে।’

দুই ওপেনারকে খেলানো হতে পারে বলে মনে করছেন প্রধান নির্বাচক। কেননা এনামুল রানে আছে। শামসুর-ইমরুল গত টেস্ট সিরিজে রান করেছে। তামিম রানে ফিরেছে। সেক্ষেত্রে চার ওপেনার নিয়ে ব্যাটিং কম্বিনেশন হতে পারে। ফারুক আহমেদ বলেছেন, ‘ওয়ানডে ম্যাচে হয়তো ব্যর্থ হয়েছে শামসুর-ইমরুল। কিন্তু বুঝতে হবে ওরা আগের টেস্টে সেঞ্চুরি করেছিল, সেক্ষেত্রে ওদের টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত।’

সম্ভাব্য বাংলাদেশ দল:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, শুভাগত হোম/রবিউল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন।

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ