লিবিয়ায় বন্দর থেকে উধাও ১১টি বিমান

এর আগে গত রোববার লিবিয়ার সরকার জানায়, তারা বিদ্রোহীদের কাছে রাজধানীর নিয়ন্ত্রণ হারিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে- ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট আনসার আল শরিয়া ও লিবিয়ান ডন। গত কয়েক সপ্তাহের লড়াইয়ে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণও নেয় গোষ্ঠীগুলো।
২০১১ সালে মার্কিনিদের সহায়তায় লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যার পর থেকেই অস্থিতিশীল হয়ে পড়ে দেশটি। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দেশটির বিভিন্ন অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠে, চেষ্টা চালায় অঞ্চলভিত্তিক আধিপত্য প্রতিষ্ঠার।
টুইন টাওয়ারে বিমান হামলার ১৩তম বার্ষিকী আগামী ১১ সেপ্টেম্বর। বাকি আর মাত্র সপ্তাহখানেক। এমন সময়ে বিমান চুরির এ ঘটনা একই ধাঁচে যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা সৃষ্টি করেছে। কারণ, পশ্চিমাবিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো প্রতি বছরই ১১ সেপ্টেম্বর ও এর প্রাক্কালে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সচেষ্ট হয়ে উঠে। উল্লেখ্য, ৯/১১ হামলায় প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে।