মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

লিবিয়ায় বন্দর থেকে উধাও ১১টি বিমান

libeya airportআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির বিমানবন্দর থেকে ১১টি বিমান উধাও হয়ে গেছে। স্থানীয় মিলিশিয়া গোষ্ঠী এগুলো কব্জা করেছে। গতকাল বুধবার বন্দরের কর্মকর্তারা এ কথা জানান। দেশটির গোয়েন্দারা আশঙ্কা করছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চালানো ভয়াবহ বিমান হামলার (টুইন টাওয়ার হামলা বা ৯/১১ সন্ত্রাসী হামলা নামে সমধিক পরিচিত) মতো নতুন কোনো হামলা চালাতে পারে মিলিশিয়ারা। গতকাল মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের খবরে এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে।

এর আগে গত রোববার লিবিয়ার সরকার জানায়, তারা বিদ্রোহীদের কাছে রাজধানীর নিয়ন্ত্রণ হারিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে- ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট আনসার আল শরিয়া ও লিবিয়ান ডন। গত কয়েক সপ্তাহের লড়াইয়ে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণও নেয় গোষ্ঠীগুলো। 

২০১১ সালে মার্কিনিদের সহায়তায় লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যার পর থেকেই অস্থিতিশীল হয়ে পড়ে দেশটি। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দেশটির বিভিন্ন অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠে, চেষ্টা চালায় অঞ্চলভিত্তিক আধিপত্য প্রতিষ্ঠার।

টুইন টাওয়ারে বিমান হামলার ১৩তম বার্ষিকী আগামী ১১ সেপ্টেম্বর। বাকি আর মাত্র সপ্তাহখানেক। এমন সময়ে বিমান চুরির এ ঘটনা একই ধাঁচে যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা সৃষ্টি করেছে। কারণ, পশ্চিমাবিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো প্রতি বছরই ১১ সেপ্টেম্বর ও এর প্রাক্কালে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সচেষ্ট হয়ে উঠে। উল্লেখ্য, ৯/১১ হামলায় প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে।