ফারুকী হত্যায় ছয় টিভি উপস্থাপকের বিরুদ্ধে মামলা
চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় ছয় টিভি অনুষ্ঠান উপস্থাপককে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ মামলা দায়ের করেন ইসলামি ফ্রন্টের সহযোগী সংগঠন ছাত্রসেনার নেতা ইমরান হোসেন তুষার। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় তার ছেলের দায়ের করা মামলার সঙ্গে আসামিদের নাম ও সংশ্লিষ্ট ধারাটি যুক্ত করার আবেদন জানান তুষার। যাদের নাম যুক্ত করতে বলা হয়েছে তারা হলেন, এনটিভি ও এটিএন বাংলার ইসলামি অনুষ্ঠানের আলোচক জামায়াতের রুকন তারেক মুনোয়ার, নরসিংদী জামায়াতের প্রাক্তন আমির কামাল উদ্দিন জাফরী, দিগন্ত ও পিস টিভির ইসলামি অনুষ্ঠানের আলোচক কাজী ইব্রাহিম, এটিএন বাংলার ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক আরাকানুল্লাহ হারুনী, আরটিভি ও রেডিও টুডের ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বখশী এবং বাংলাভিশনের ‘কোরানের আলো’ অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ। মূল পরিকল্পনাকারী হিসেবে মামলায় এদের নাম উল্লেখ করা হয়েছে। আদালত শুনানি শেষে আবেদনের বিষয়টি আদেশের অপেক্ষায় রাখেন। শুনানিতে আদালত বলেন, একই ঘটনায় নতুন করে মামলা নেওয়ার সুযোগ ফৌজদারি দণ্ডবিধিতে নেই। আগের মামলার বাদীকেই আদালতে এসে এ বিষয়ে আবেদন করতে হবে। পরে শেরেবাংলা নগর থানার মামলার বাদী ফয়সাল ফারুকী এসে আদালতে ওই ছয়জনের নাম মামলায় অন্তর্ভুক্তির আবেদন জানান। আদালত মামলা আমলে নিয়ে নাম অন্তর্ভুক্তির নির্দেশ দেন। সেই সঙ্গে তাদের গ্রেফতারের আদেশ দেন। উল্লেখ্য, গত ২৭ অাগস্ট রাতে ঢাকার রাজাবাজারের নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই তার ছোট ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় ফৌজদারি কার্যবিধির ৩৯৬ ধারায় একটি মামলা করেন, যাতে ডাকাতি ও হত্যার কথা বলা হয়।