শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় শাখা প্রতিষ্ঠার ঘোষণা জাওয়াহিরির

39789_aঅনলাইনে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ‘জিহাদের পতাকা উত্তোলনে’ ভারতীয় একটি শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। গতকাল অনলাইনে জাওয়াহিরির আরবি ও উর্দু ভাষার সংমিশ্রণে রেকর্ড করা ৫৫ মিনিটের ওই ভিডিও বার্তাটি পোস্ট করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। ভিডিও-বার্তাটির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে। জাওয়াহিরি বলেন, দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার শাখা সংগঠনটি ভারতীয় উপমহাদেশে ইসলামী আইন প্রসার ও জিহাদের পতাকা সমুন্নত রাখবে। মিয়ানমার, বাংলাদেশ, ভারতের আসাম, গুজরাট, জম্মু ও কাশ্মীরের মুসলমানদের জন্য আল-কায়েদা প্রতিষ্ঠা সুসংবাদ বলেও মন্তব্য করেন আল-কায়েদা প্রধান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার নতুন শাখা মুসলমানদের অবিচার ও নিপীড়ন থেকে উদ্ধার করবে। এদিকে আফগান তালেবান নেতা মোল্লা ওমরের প্রতি নতুন করে আনুগত্য প্রকাশের অঙ্গীকারও করেন তিনি।  জাওয়াহিরির এ ভিডিও-বার্তা ইসলামিক স্টেট (আইএস) কট্টরপন্থীদের প্রতি সুস্পষ্টভাবেই অবজ্ঞাপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, নতুন করে দেয়া এ বক্তব্যের মাধ্যমে আল-কায়েদা পুনরায় আলোচনার কেন্দ্রে আসতে চায়। কারণ, বিশ্বব্যাপী জঙ্গিবাদের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে আইএস জঙ্গি সংগঠন আল-কায়েদার সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আইএস’র উত্থান হঠাৎ করে হলেও, এরই মধ্যে তারা নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্রও কিছুদিন আগে তাদের সবচেয়ে বড় হুমকি হিসেবে আল-কায়েদা নয়, বরং আইএস’র নাম উল্লেখ করেছিল।

এ জাতীয় আরও খবর