ইউকে ভিসার আবেদন নয়া দিল্লিতে!
ব্রিটিশ ভিসার জন্য করা আবেদনের নিষ্পত্তির সিদ্ধান্ত আগামী অক্টোবর মাস থেকে নয়া দিল্লিস্থ ব্রিটিশ হাইকমিশন ভিসা সেকশন করা হবে। ১ অক্টোবর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সোমবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে।
হাইকমিশন জানায়, গত ২৪ জুলাইয়ের পূর্ব ঘোষণা মোতাবেক ইউনাইটেড কিংডম ভিসাস এন্ড ইমিগ্রেশন এর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে ইউকে ভিসার আবেদন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। আর এগুলো বাস্তবায়ন হচ্ছে আঞ্চলিক কেন্দ্র ও স্পোক নেটওয়ার্ক এর মাধ্যমে। পহেলা অক্টোবর থেকে ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেকশন, বাংলাদেশে জমাকৃত আবেদনে আর কোন সিদ্ধান্ত গ্রহণের কাজ করবে না। নয়াদিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেকশন বাংলাদেশের জমাকৃত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, আবেদনকারীর পাসপোর্ট অবশ্যই বাংলাদেশে থাকবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে ব্রিটিশ কর্মকর্তারা। এ ক্ষেত্রে আবেদন খরচ অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।
ভিজিট ভিসার ক্ষেত্রে ১৫ দিন ও স্থায়ী ভিসার ক্ষেত্রে ৬০ দিন সময় বহাল থাকবে। আগের মতোই বাংলাদেশের আবেদনকারীরা ঢাকা এবং সিলেটের ভিসা আবেদন কেন্দ্রে তাদের আবেদনসমূহ জমা দেবেন। এজন্য আবেদনকারীকে দিল্লি যেতে হবে না।
আবেদন নিষ্পত্তির বিষয়ে হাইকমিশন থেকে জানানো হয়েছে, এই পরিবর্তনগুলো তিন ধাপে সম্পন্ন হবে। সেটেলমেন্ট ভিসা (প্রথম ধাপ) এবং পয়েন্ট বেজ সিস্টেম (২য় ধাপ) এর আবেদন ইতিমধ্যে নয়া দিল্লিতে নিষ্পত্তি হতে শুরু করেছে। তৃতীয় এবং শেষ ধাপে, আগামী ৭ সেপ্টেম্বর বা এর পরের অন্যান্য সকল ধরনের ভিসা আবেদন বর্ণিত তারিখ থেকে নয়া দিল্লিতে যাচাই-বাছাই করা হবে।