নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোজাম্মেল হক সবুজ : নাসিরনগর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মারা গেছে। সোমবার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাহেতুরা গ্রামের আল আমিন ছেলে মোস্তাকিন (৩) সকালে বাড়ির পার্শ্বেবতী খালের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে শিশুটির লাশ ভেসে ওঠে। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।