মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সরকার দেশকে ভীতি ও সন্ত্রাসের রাজত্বে পরিনত করেছে

20-Dol-Manobbondhon-1আন্তর্জাজিক গুম দিবস উপলক্ষে ২০ দল আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ এই অবৈধ সরকার সারাদেশকে একটি ভীতি ও সন্ত্রাসের রাজত্বে পরিনত করেছে। এ অবৈধ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন মামলার মাধ্যমে ভীতি সঞ্চার করতে চায়। যাতে করে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস না পায়।’
তিনি বলেন, ‘অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যাতে দেশে একটি জনগণের সরকার আনতে পারি সে জন্য খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে।’
রাজধানীর নাইটেঙ্গল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত ২০ দল আয়োজিত গুম দিবস উপলক্ষে মানববন্ধনে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি ও ২০ দলের সিনিয়র নেতাসহ কয়েক হাজার নেতাকর্মী ও গুমের শিকার পরিবারের সদস্যরা।