শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনের মার-প্যাঁচে আটকে গেছে বিএনপি

bnp-trappedআইনের মার-প্যাঁচে আটকে গেছে বিএনপির রাজনৈতিক কর্মসূচি। দলটির নেতাদের শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের নামে বিপুল সংখ্যক মামলা থাকায় তাদেরকে অধিকাংশ সময়ই আদালতে দৌঁড়াঝাপ করতে হচ্ছে। এমতাবস্থায় দল গোছানো বা আন্দোলন-কর্মসূচির প্রতি মনোযোগ দিতে পারছেন না তারা। এ যেন আইনের মাধ্যমে তাদেরকে এক রকম ফাঁদে ফেলা হয়েছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দলটির শীর্ষ নেতা মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও আরো ৩৮ জন বিএনপি নেতা আদালতে হাজির হচ্ছেন। তাদের বিরুদ্ধে গত বছর রাজনৈতিক সহিংসতায় দায়ের একটি মামলায় চার্জগঠন হওয়ার কথা রয়েছে।

গত ২৪ আগস্ট দ্রুত বিচার আদালত-৬ এ মামলাটির শুনানি হলেও তা সম্পন্ন হয়নি। ওই দিন বিএনপির শীর্ষ তিন নেতাসহ ২৩ জন নেতাকর্মী প্রায় অর্ধেক দিন কোর্টেই ছিলেন।

  1. ২০১৩ সালের মার্চে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের হয়। এতে গাড়িতে আগুন দেওয়ার ক্ষেত্রে ইন্ধন যোগানো ও পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ এনে ৪১ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মধ্যে ১৫ জন পলাতক রয়েছেন।

গত বছর রাস্তায় সহিংসতার অভিযোগে দায়ের বিএনপি মামলায় চার্জগঠনের শুনানি হওয়ার কথা মঙ্গলবার। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অভিযুক্ত ২৩ জন নেতাকর্মী এদিন আদালতে উপস্থিত থাকতে পারেন। এর মধ্যে ৭ জন পলাতক রয়েছেন।

এদিকে গত বছর দায়ের দুটি হত্যা মামলায় হাজিরা দিতে মির্জা ফখরুল ইসলামসহ ২৬ নেতাকর্মী বুধবার অন্য একটি আদালতে যাবেন। বর্তমানে মামলা দুটির তদন্ত চলছে।

অন্য আরেকটি মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৪২ নেতাকর্মী দ্রুত বিচার আদালত-৬ হাজিরা দিতে যাবেন।

বিএনপির নেতাদের আশঙ্কা, এসব মামলায় চার্জশিট হয়ে গেলে নেতাদেরকে অধিকাংশ সময়ই আদালতে দৌঁড়ঝাপ করে কাটাতে হবে।

আগস্ট মাসে পুলিশ বিএনপির শীর্ষ নেতা মওদুদ আহমদ, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর, আব্দুল্লাহ আল-নোমান এবং জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, গাড়ি ভাঙচুর ও আগুন দেয়া, পুলিশের ওপর বোমা নিক্ষেপ ও আক্রমণ এবং তাদেরকে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ এনে এই চার্জগঠন করা হয়। আদালত যেকোনো সময় ৭টি মামলার বিচার শুরু করতে পারে।

গত মাসে (আগস্ট) পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৫৯টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এরই মধ্যে এসব মামলায় আদালতে দৌঁড়ঝাপ শুরু করেছেন নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীদের আশঙ্কা, পুলিশ এরপর আরো কিছু মামলায় চার্জশিট দিলে তাদেরকে অধিকাংশ সময় আদালতে দৌঁড়ঝাপ করেই কাটাতে হবে।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের হয়েছে সেগুলোর অধিকাংশই এখন চার্জগঠন পর্যায়ে রয়েছে।

২৪টি মামলায় অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাকে প্রায় প্রতিটি কর্মদিবসে আদালতে যেতে হয়। এ কারণে অন্য কোনো কাজের সময়ই পাই না। সব সময় মামলার পেছনেই দৌঁড়ঝাপ করতে হয়।’

bnp-leaders-listএকই ভাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫২টি মামলার আসামি। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৭৩টি, মওদুদ আহমদ ১৪টি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ৫টি, এম কে আনোয়ার ৯টি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ৫টি, খন্দকার মোশাররফ হোসেন ৬টি, হান্নান শাহ ৫টি, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জয়েল ৯০টি, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ ৯৬টি, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল ৭০টি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু ৭০টি, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু ৩০টি, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ৫০টি, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব ৯২টি, যুবদল ঢাকা দক্ষিণের সেক্রেটারি রফিকুল আলম আলম মঞ্জু ১০৬টি, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ২৫টি, যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ ১০টি, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ৪০টি এবং ঢাকা মহানগর বিএনপি প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু ৫টি মামলার আসামি।

বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বলেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে এত বেশি সংখ্যক মামলা দায়ের হয়েছে যে, এগুলোর বিচার শুরু হলে তাদেরকে সারাদিন কোর্টেই কাটাতে হবে।

এ ব্যাপারে বিএনপির শীর্ষ নেতা তরিকুল ইসলাম বলেছেন, সরকার বিরোধীদের আন্দোলন নস্যাৎ করতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে। তারা মামলা দিয়ে বিএনপির আন্দোলন বানচাল করতে চায়।

বিএনপি নেতাদের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ বলেন, পুলিশ গত বছর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শুধু মাত্র ঢাকা বিভাগেই ৫০০টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ২৪ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র পল্টন ও মতিঝিল থানায় দায়ের হয়েছে প্রায় ৩০০ মামলা। যে এলাকা দুটি বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

(দ্য ডেইলি স্টার অবলম্বনে)

 

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ