বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিতার মৃত্যু তারিখ পরিবর্তন করে ফেলার অভিযোগ

001এক মৃত্যুর ঘটনায় তিন সনদ শীর্ষক খবরটি প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মোহন মিয়ার কনিষ্ঠ পুত্র খায়রুল ইসলাম। সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবী করেন প্রয়াত মোহন মিয়ার পুত্র খায়রুল ইসলাম। তিনি দাবী করেন  তার ভাই তৌফিকুর ইসলাম-ই দু’টি সনদপত্র নিয়েছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে তার পিতা হাজী প্রয়াত মোঃ মোহন মিয়া ২০শতক জায়গা ছিল। জায়গাটি ২০০৪ সালের ১৫জুন তার ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফকে আমোক্তার নামা দলিল মুলে নিযুক্ত করেন। তারপর তিনি বৈধ অবস্থায় ২০১২ সালের ২৩ ফেব্র“য়ারী সাব কবলা বিক্রি করে। তিনি দাবী করেন তার পিতা একজন কৃষক ছিল। তার বড় ভাই নজরুল ইসলাম ৮৪ সালে ইতালীতে যান। সেখানে তার আর্থিক উন্নতি ঘটে। বড় ভাইয়ের সহযোগিতায় অন্যান্য ভাইগন ইতালীতে ভ্রমন করে এবং সেখানের সিটিজেন শিপ পায়। বড় ভাই এর প্রেরিত টাকায় ৯ শতক ভূমি ৬ তলা ফাউন্ডেশনে ৬তলা দালান করা হয়। ২০১২ সালের ১ মার্চ তার পিতা ঘোষনা পত্র দলিল সম্পাদন করে দেয় তাকে। ২০১২ সালের ৯ মার্চ পিতার আকষ্মিক ভাবে মৃত্যু বরণ করে। পিতার মৃতুর পর তার মৃত্যুর সনদ ও ওয়ারিশ সনদ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও রামরাইল ইউনিয়ন পরিষদ ইস্যু করে।সাংবাদিক সম্মেলনে তিনি দাবী করেন তার পিতার ৯ মার্চ মৃত্যু বরণ করলেও কাউতলী গ্রামের সেলিম রেজা হাবিব এর সহযোগিতায় সুহেনা আক্তার নামীয় মহিলা তার পিতার ২য় স্ত্রী দাবী করে ময়মসিংহের মুক্তগাছার দাবী করে একটি সনদ পত্র সংগ্রহ করে। তার পিতার জন্ম কর্ম ও ভোটার তালিকায় কিছুতেই মুক্তগাছাতে নয়।  ৯/১২/১১ইং তারিখ তার পিতার মৃত্যুর তারিখ দেখিয়ে মিথ্যা ও অবাস্তব সনদ সংগ্রহ করে। যার দালিলিক ভিত্তি নেই। এটি  নিয়ম পরিপন্থি। তিনি দাবী করেন ২০১২ সালের ১ মার্চ তার পিতা ব্রাহ্মণবাড়িয়া সাব রেজিষ্ট্রি অফিসে উপস্থিত হয়ে ঘোষনা পত্র দলিল সম্পাদন করে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়  তৌফিকুল ইসলাম গত ৭/৬/১২্ইং তারিখ ২১২ নং হলফনামা সম্পান করে জানান তার পিতা ৯/৩/২০১২ইং তারিখে মৃত্যু বরণ করেছে।  ১২৫ কোটি টাকার সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে দখল ও বিক্রির প্রচেষ্টার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে সম্মেলনে দাবী করেন। সাংবাদিক সম্মেলনে প্রয়াত মোঃ মোহন মিয়ার বড় ছেলে নজরুল ইসলাম বাবুলও উপস্থিত ছিলেন। 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব