শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জেলা বিএনপির সাংগঠনিক সভা ২০১৪ অনুষ্ঠিত

Brahmanbaria Pictureবর্তমান অবৈধ বাকশালী ডিজিটাল সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র  – শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম) গতকাল ৩১-০৮-২০১৪ রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় টি.এ রোডস্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়া, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ এ. কে. একরামুজ্জামান। এছাড়া আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি এম. এ. খালেক, রফিক সিকদার, জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এডঃ গোলাম সারোয়ার খোকন, বিভিন্ন উপজেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সরাইল উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মোসলেম উদ্দিন, কসবা পৌর মেয়র মোঃ ইলিয়াছ, আব্দুল হান্নান, জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন, বাহার চৌধুরী, মনির হোসেন, মোঃ আলী আজম, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, এডঃ ইসমত আরা। 

উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথি শমসের মবিন চৌধুরী বলেন, এ সরকারের পায়ের তলায় মাটি নেই। জনসমর্থন শূন্যের কোঠায়। এই অবৈধ ডিজিটাল বাকশালী সরকরের পতন সময়ের ব্যাপার মাত্র। শেখ হাসিনার সরকার পতন ঠেকানোর জন্য বিচারপতি অভিসংশন আইন, জাতীয় সম্প্রচার নীতি করে তাদের সকল অপকর্ম ঢাকার অপচেষ্টা করছে। তিনি অবৈধ সরকার পতনে চুড়ান্ত আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
সাংগঠনিক সভা শেষে বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে জেলা ২০ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী বীর বিক্রম। এতে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী, সহকারী মহাসচিব মাওলানা আবুল কাশেমী, খেলাফত মজলিসের ঢাকা মহানগরী সভাপতি মওলানা নোমান মাজহারী, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর গোলাম সারওয়ার, মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সেক্রেটারী আজিজুর রহমান লিটন, খেলাফত মজলিসের জেলা সভাপতি এমদাদ উল্লাহ, জাতীয় পার্টি (কাজী জাফর) জেলা সদস্য সচিব মোঃ ইয়াছিন। আরো বক্তব্য রাখেন কাজী মোঃ ইয়াকুব আলী, হাফেজ মওঃ মোঃ ইদ্রিস, মওঃ মোহাম্মদ আলী, এস. এম. সাহিদুল্লাহ, গোলাম ফারুক প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর