বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘বিএনপি সাহস করে এগিয়ে যাচ্ছে’

Khaleda-Zia-450x345-300x207বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এমন একটা সময় এই প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে যখন দীর্ঘ দিন ধরে তারা রাষ্ট্র ক্ষমতার বাইরে। বাংলাদেশের প্রধান বিরোধী দল হবার শর্তেও বর্তমান সংসদের তাদের কোন প্রতিনিধিত্ব নেই। বর্তমান সময়ে দেশের প্রধান এই দলটিকি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিএনপি সাহস করে এখনো এগিয়ে যাচ্ছে। এত ঘটনার পেরও তামের মধ্যে কোন ভাঙন আসেনি। বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে বিবিসি প্রতিনিধি জানতে চেয়েছিলেন নিউজ টুডের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক বিয়াজ উদ্দিন আহমেদের কাছে।

রিয়াজ উদ্দিন : বিএনপি একটা রাজনৈতিক সংকট মোকাবেলা করছে এতে কোন সন্দেহ নেই। সারা দেশই একটা রাজনৈতিক সংকটের মধ্যে আছে। এই পরিস্থিতির মধ্যেও তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে এটা একটা ভালো লক্ষণ। এতে বোঝা যাচ্ছে দলটি সাহস করে এগিয়ে যাচ্ছে। বর্তমানে তারা রাজনৈতিকভাবে  অনেকটা কোণঠাসা এতে কোন সন্দেহ নেই। যেভাবে তারা রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, রাজনৈতিক কর্মসূচি করতে বাধা বিপত্তি সত্তেও তারা টিকে আছে। দলের সাংগঠনিক কাঠামোও কিন্তু কোনভাবে ভেঙে পড়েনি।

বিবিসি : বর্তমানে বেগম খালেদা জিয়া কতটা দলকে নিয়ন্ত্রণে বা আয়ত্বে রাখতে পারছেন?

রিয়াজ উদ্দিন : উনিতো রেখেছেন। অপনি যদি পেছনে ফিরে দেখেন ৫ জানুয়ারি নির্বাচন পর্যন্ত যে আন্দোলন হয়েছে, এর পরে যে ধরণের প্রচারোণা ছিল যে দলটির মধ্যে হতাশা তৈরি হবে। কিন্তু কোন জায়গাতেই দল ভেঙ্গেছে বা দল থেকে কেউ বেরিয়ে গেছে এমন ঘটনা কিন্তু ঘটেনি। এটাই বিএনপির একটি নিজস্ব শক্তি বলতে পারেন। যা বিএনপি এবং আওয়ামী লীগের উভয়েরই আছে। এরা যেকোন অবস্থাতেই ৩৩ শতাংশ বা ৩৫ শতাংশ ভোট তারা পায়। বর্তমানে যদিও সংসদে বিএনপির ভূমিকা নেই। আর নেতৃত্বের ব্যাপারে খালেদা জিয়া এমন অসুস্থ হয়ে পড়েননি যে দল চালাতে পারবেন না। আমাদের রাজনৈতিক সংস্কৃতির নিয়ম অনুযায়ী দল তিনিই চালাচ্ছেন। আর শারীরিক কোন সমস্যার জন্যে তিনি যে দল চালাতে পারছেন না, অফিস করতে পারছেন না বা যোগাযোগ রাখতে পারছেন না এমন কোন ঘটনা কিন্তু ঘটেনি।

বিবিসি : বিএনপির পরবর্তী নেতৃত্বে যিনি তারেক রহমানের অনুপস্থিতি সেটা কি দলের ওপরে কোন প্রভাব ফেলছে?

রিয়াজ উদ্দিন : আমার মনে হয় না কোন প্রভাব ফেলছে। কারণ দলতো চালাচ্ছেন বেগম খালেদা জিয়া। তারকে রহমানতো দল চালানোরমত অবস্থায় নেই কারণ তিনি দেশের ভিতরে নেই। উনি থাকলে হয়ত দল আরো শক্তিশালী ও উজ্জিবীত হতো। রাজনৈতিক সংস্কৃতিতে যেভাবে দলটির চলার কথা সেভাবেই চলছে। বিবিসি থেকে মনিটর করেছেন মারুফ

 

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার