ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ইয়াবাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউপির কামালপুর এলাকা থেকে ৬৭ কেজি ও ২৫ পিস ইয়াবাসহ মকিবুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে তাকে আটক করা হয়।কসবা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সকালে কসবা থানা পুলিশ কাইমপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।