শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মহিলা কলেজ ছাত্রীনিবাসে আগুন, হুড়োহুড়িতে আহত ৫

news-image

Pic 1

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের একটি কক্ষে আগুন লাগায় আতংকে হুড়োহুড়ি করতে গিয়ে ৫ ছাত্রী আহত হয়েছেন। আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে ছাত্রীনিবাসের আছিয়া ভবনের তিন তলার ৩০৫ নম্বর কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী মমতাজ আক্তার ও তাছমিনা চৌধুরী জানান, পাশের তিন তলা অন্য একটি ভবনে প্রথমে বিকট শব্দ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরই হঠাৎ করে আছিয়া ভবনের ৩০৫ নম্বর কক্ষের বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। পরে ৩০৮ ও ৩০৯ নম্বর কক্ষেও আগুন ধরে যায়। এসময় তীব্র পোড়া গন্ধ বের হয় বলে জানান তারা। এসময় আতংকে চারতলা দুটি ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ৫ ছাত্রী আহত হয়।

Pic 2
ছাত্রীনিবাসের তত্বাবধায়ক জালাল উদ্দিন জানান, আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এর আগেই ফায়ার ব্রিগেডের লোকেরা এসে আগুন নিভিয়ে ফেলে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিউল্লাহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ৩০৫ নম্বর কক্ষের একটি সুইচে আগুনে পোড়ার কালো দাগ দেখা গেছে।

Pic 3
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ১১টা) ছাত্রীরা বাইরে অবস্থান করছিলেন।

 

এ জাতীয় আরও খবর