রমজান হত্যায় আদালতে স্বীকারোক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মিয়া (২০) হত্যায় গ্রেফতার ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বুধবার তাকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আমিন জানান, গত ১৮ আগস্ট আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় রমজান মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াসিন নামে এক যুবককে গ্রেফতারের পর তিনি আদালতে জবানবন্দি দেন। এতে রমজানসহ আরো দুজন ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন তিনি। ছিনতাই করতে গিয়ে তারা এই হত্যাকা- ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।