বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জের দূর্গাপুরে আবারও দু’পক্ষের সংঘর্ষ

attack=================প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুরে  মঙ্গলবার দুপুরে আবারও  দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রত্যাক্ষাদর্শী সূএে জানা যায়, গত সোমবার বিকেল ৩টার দিকে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫নং ওয়াডের ইউপি সদস্য কামাল হোসেন ও ৩ নং ওয়ার্ডের ইউনি সদস্য সিজানুর রহমানের মধ্যে কথা এলাকায় ডাকাতি নিয়ে কাটাকটি হয়। এর জের ধরে কামাল হোসেনের পক্ষ হাজী বাড়ির লোকজন ও সিজানুর রহমানের পক্ষ ইমাম বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ৪০জন লোক আহত হয়। এর জের ধরে আবারো আজ মঙ্গলবার দুপুর ১টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পর্ক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুপুর ৩টার দিকে বিপুল পরিমান কাদানী গ্যাস ছেড়ে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে ইউপি সদস্য কামাল হোসেনের পর্ক্ষের রমজান মিয়া, জলিল মিয়া, ফজলুল হক মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাব পত্র লুটপাট চালিয়েছে সিজানুর রহমানের লোকজন। এতে তাদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। এ ছাড়া ইউপি সদস্য কামাল হোসেন জানান, আমার পোল্ট্রি খামারে হামলা চালিয়ে প্রায় ১৪শ মুরগী নিয়ে যায় প্রতি পক্ষের লোকজন। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব