মেক্সিকোতে পাওয়া গেল বিশাল ফাটলের সন্ধান
সম্প্রতি মেক্সিকোতে প্রায় আধ মাইল লম্বা একটি ফাটলের সন্ধান পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বে বেশ কিছু রহস্যময় ঘটনার আলামত দেখা যাচ্ছে। কিছুদিন আগেই রাশিয়ার সাইবেরিয়াতে কয়েকটি রহস্যময় গর্তের দেখা মেলে। এবার পাওয়া গেল বিশাল এক ফাটলের। এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। একটি ড্রোন এ ফাটলটির ভিডিও ফুটেজ ধারণ করে। ফাটলটি উত্তর-পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ককে বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রায় আধ মাইল দীর্ঘ ফাটলটি আট ফুট গভীর। আর এটি প্রস্থে ১৬ ফুট পর্যন্ত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গত সপ্তাহে হওয়া একটি ভূমিকম্পের ফলে এ ফাটলটি সৃষ্টি হয়েছে। ভূমিকম্পে ভূগর্ভস্থ একটি জলধারার ওপরের মাটি ধসে এ ফাটলের সৃষ্টি হতে পারে বলে অনেকেই মনে করছেন।