মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীতে ৫০ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ১১

Urunimঅনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরেনিয়ামসহ ১১ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব ইউরেনিয়ামের মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানানো হয়েছে।শুক্রবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, উত্তরা, বনানীসহ বিভিন্ন জায়গায় ঝটিকা অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় ইউরোনিয়াম চোরাচালানি সিন্ডিকেটের ১১ জন সদস্যকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র : ইউএনবি