মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্লামেন্ট থেকে ইমরান খানের দলের পদত্যাগ

Tehreek-i-Insafপাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর সকল সংসদ সদস্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে। পিটিআইয়ের সিনিয়র নেতা শাহ মেহমুদ কোরেশি ও আরিফ আলভি দলটির সংসদ সদস্যদের পক্ষে স্পিকারেরর হাতে পদত্যাগ পত্র তুলে দেন। পার্লামেন্টে দলটির ৩৪টি আসন ছিল।

পদত্যাগ প্রসঙ্গে দলটির নেতা মুরাদ সাইদ বলেন, ‘আমরা আমাদের পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। পার্লামেন্টের স্পিকারের কাছে জমা দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কাজটিও শেষ হয়েছে।

এর আগে ২০১৩ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে দলটি পাখতুনখোওয়া প্রদেশ ছাড়া বাকি সবকটি প্রদেশের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা দিয়েছিল। পাখতুনখোওয়া প্রদেশে পিটিআই নেতৃত্বাধীন সরকার রয়েছে।

পিটিআইয়ের সংসদ সদস্যদের পদত্যাগ প্রসঙ্গে দেশটির সাবেক নির্বাচন কমিশন সচিব কানওয়ার দিলশাদ বলেন, ‘যেহেতু তারা গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্র জমা দিয়েছে সে হিসেবে তাদের পদত্যাগ গ্রগণ না করার কোনো কারণ নেই।