শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সরাইলে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

grafter-3অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কালাম প্রকাশ কালন- (২২), তকদির হোসেন-(২১), আবদুল লতিফ- (২৫), সোহেল মিয়া-(২৫), সুমেল-(২২) ও দানু মিয়া-(২০)। তাদের সবার বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাই গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৬টি ছুড়া, দুইটি রামদা ও তিনটি বল্ল¬ম উদ্ধার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে। 

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এরা পেশাদার ডাকাত। স্থানীয় ডাকাতদের সহায়তায় অন্য এলাকার ডাকাতরা এখানে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে।

এ জাতীয় আরও খবর