শিলাউর ও হাবলা উচ্চ গ্রামে আজ দেশীয় ধাড়ালো অস্ত্র উদ্ধার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শিলাউর ও হাবলা উচ্চ গ্রামে আজ বৃহস্পতিবার সদর থানা পুলিশ ৪ ঘন্টাব্যাপী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ধাড়ালো অস্ত্র উদ্ধার করেছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ধাড়ালো রাম দা, বল্লম, টেটা. এককাইট্টা,শাবল চল, ইত্যাদী। দাঙ্গা প্রবণ এসব এলাকায় দাঙ্গাবাজরা কিছুদিন পরপরই রক্তক্ষয়ী সংঘর্সে লিপ্ত হয়। দাঙ্গা প্রতিরোধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় সদর মডেল থানার ওসি তাপস রঞ্জন ঘোষ এর নেতৃত্বে ওসি আব্দুর রব সহ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। সদর মডেল থানার ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়ার গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে বিভিন্ন গ্রামে এ অভিযান অব্যাহত থাকবে।