ব্রাহ্মণবাড়িয়া প্রবীন সাংবাদিক মশিউর রহমান খান এর ইন্তেকাল ॥ বিভিন্ন মহলে শোকের ছায়া
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা , একসময়ের সাপ্তাহিক প্রতিবেদন পরর্তীতে দৈনিক প্রতিবেদন এর প্রকাশক সম্পাদক মশিউর রহমান খান বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় কাজীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্নলিল্লøাহে — রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বৎসর । তিনি স্ত্রী ১ পুত্র ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীন এ সাংবাদিকের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে রাখা হবে। পরে বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে মৌড়াইলস্থ গোরস্তানে দাফন করা হবে পারিবারিক সূত্র জানিয়েছে। মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এদিকে প্রবীণ সাংবাদিক মশিউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি সাপ্তাহিক নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন।