মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের সংগ্রহ ২১৭ রান

anamul criডেস্ক রির্পোট : গ্রানাডায় প্রথম ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজের ব্যক্তিগত তৃতীয় শতক পূর্ণ করেন ওপেনার আনামুল হক বিজয়। ক্যারিবীয়দের জিততে হরে করতে হবে ২১৮ রান।

২০ ম্যাচ খেলা ওপেনার বিজয় ব্যাটিং ক্রিজে আছেন শতক নিয়ে। ১৩৩ বলে ৯টি চার ও ১টি ছয়ে শতক পূর্ণ করেন বিজয়। বিজয়ের শতকে টাইগারদের সংগ্রহ নয় উইকেটে ২১৭ রান।

এর আগে টসে হেরে টাইগারদের হয়ে ব্যাটিংয়ে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। দেখেশুনে প্রথম পাঁচ ওভারে বাংলাদেশের দুই ওপেনার সংগ্রহ করেন ১৬ রান। পাওয়ার প্লে’র দশ ওভারে লাল-সবুজরা করেছিল বিনা উইকেটে ৩৫ রান। আর ১৫ ওভার শেষে এক উইকেটে ৫৬ রান করেছিল টাইগাররা। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেটে ৮০ রান। দেখেশুনে খেলা টাইগাররা ৩৫ ওভার শেষে ৫ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে।

ওপেনিংয়ে নামা ১২৮টি ওয়ানডে ম্যাচ খেলা বাঁহাতি তামিম ম্যাচের ১৩তম ওভারে হোল্ডারের প্রথম বলে পোলার্ডের হাতে ধরা দেন। আউট হওয়ার আগে তিনি ৩টি চারের মাধ্যমে করেন ২৬ রান। তামিম দশম ওভারে রামপালের বলে সেই পোলার্ডের হাতে শর্ট লেগে ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান। দলীয় ৪১ রানে সাজঘরে ফেরেন তামিম।

ওপেনার বিজয়ের সঙ্গে ডাবল রান নিতে গিয়ে দুই ব্যাটসম্যানের ধাক্কা লাগায় রান আউট হয়ে ফেরেন তিন নম্বরে নামা ইমরুল কায়েস। আউট হওয়ার আগে ৫০ ম্যাচ খেলা ইমরুল করেন ৯ রান। আর চার নম্বরে ব্যাটিংয়ে আসা ৯ ম্যাচ খেলা শামসুর রহমান করেন ৮ রান। ২১তম ওভারে করা ব্রাভোর প্রথম বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

২৩.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেটে ১০০ রান। ওপেনার বিজয়কে সঙ্গ দিতে মাঠে নামা ১৩৩টি ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ক্রিস গেইলের বলে নারাইনের তালুবন্দি হন। আউট হওয়ার আগে তিনি করেন মাত্র ১২ রান। তবে, বিজয়ের সঙ্গে তিনি মূল্যবান ৩৭ রানের জুটি গড়েন।

মুশফিকের বিদায়ের পর মাঠে নামেন মাহামুদুল্লাহ রিয়াদ। বিজয়ের সঙ্গে ব্যাটিংয়ে জুটি বাঁধতে এসেছিলেন ১০৩ টি ওয়ানডে ম্যাচ খেলা রিয়াদ। তবে, প্রস্তুতি ম্যাচে ভাল করলেও এ ম্যাচে ১১ রান করে ব্রাভোর বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন রিয়াদ।

রিয়াদের বিদায়ের পর মাঠে নেমেছিলেন ৩৯ ম্যাচ খেলা নাসির হোসেন। ব্যক্তিগত ২৬ রানে রামপলের বলে তুলে মারতে গিয়ে দিনেশ রামদিনের তালুবন্দি হন তিনি। আউট হওয়ার আগে নাসির বিজয়ের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন। দলীয় ১৯৪ রানে আউট হন নাসির।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, আনামুল হক, ইমরুল কায়েস, শামশুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মোর্তজা, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল, ক্রিক এডওয়ার্ড, ড্যারেন ব্রাভো, ডোয়েন ব্রাভো (অধিনায়ক), কিরন পোলার্ড, লেন্ডল সিমন্স, দিনেশ রামদিন (উইকেটকিপার), সুনিল নারিন, জেসন হোল্ডার, রাভি রামপাল, কেমার রোচ। 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি