বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আঙুল বাঁকা করতে হবে : মির্জা ফখরুল

BNP samabeshডেস্ক রির্পোট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সোজা আঙুলে যেমন ঘি ওঠে না, তেমনি আওয়ামী লীগের অবৈধ সরকারকে হটাতে আঙুল বাঁকা করতে হবে। আন্দোলনের মাধ্যমে সরাতে হবে এই অনৈতিক সরকারকে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে বাধ্য করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। বাধ্য করতে হবে ক্ষমতা ছাড়তে।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মন্ত্রিসভায় জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদনের প্রতিবাদে মঙ্গলবার বিকালে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। পরিচালনা করেন সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার অনৈতিকভাবে ক্ষমতায় এসে একের পর এক নতুন আইন প্রণয়ন করছে। তাদের এসব আইন অবৈধ। তিনি বলেন, শুধু তাই নয়, বিচারপতিদের অভিসংশনের আইনও করছে। ‘৭৫ সালে ৪টি বাদে সব পত্রিকা বন্ধ করেছিল তারা। ‘৯৬ সালে ক্ষমতায় এসে ২টি পত্রিকা বন্ধ করেছিল। এবার ক্ষমতায় এসে তারা চ্যানেল ওয়ান, দিগন্ত, ইসলামিক টিভি বন্ধ করেছে। আমারদেশ বন্ধ করেছে, মাহমুদুর রহমানকে জেলে পুরেছে।
ফখরুল বলেন, আওয়ামী লীগ এমন একটি দল, যারা মুখে গণতন্ত্রের কথা বলে। অন্তরে বিশ্বাস করে না। তারা জনগণের কথা চিন্তা করলে, গণতন্ত্রের কথা ভাবলে সম্প্রচার নীতিমালা করতে পারতো না। বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে তুলে দেওয়ার কথা বলতো না।
তিনি বলেন, সরকার এমনিতেই বিচার বিভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। জনগণ সঠিক বিচার পায় না। আমাদের ভাইদের- যারা প্রতিবাদ করছে তাদের ধরে নিয়ে গুলি করে মারছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘরে থেকে তুলে নিয়ে যাচ্ছে যুবকদের। তারা আর ঘরে ফিরে আসছে না।
এদিকে, প্রবল বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশ চলে। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে স্থির থেকে হাজার হাজার জনতা তাদের প্রতিবাদ জানায়।
এর আগে মহানগরের বিভিন্ন ওয়ার্ড, থানা থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়। বেলা ৩টা থেকে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরের মধ্যেই সমাবেশস্থল লোকে-লোকারণ্য হয়ে যায়। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বপাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তায়, মৎস্য ভবন মোড় ও রমনা উদ্যানে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টা ৫০ মিনিটে সমাবেশ শুরু হয়।
এরপর ২০ দলীয় জোটের নেতারা বক্তব্য শুরু করেন। নেতাদের বক্তব্য চলাকলে মাঝে মাঝেই গুঁড়ি গুঁড়ি কখনও আবার জোরে বৃষ্টি হয়। বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশে অবস্থান করেন।
সমাবেশে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘এই অবৈধ সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা যাবে না এই বলে। সাগর-রুনি হত্যা, শেয়ারবাজার লুণ্ঠন, নারায়ণগঞ্জের ৭ খুন ও হেফাজতের কর্মীদের হত্যা কী বিভ্রান্তিকর তথ্য?
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাথে আমরা আছি। এ আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন। বাংলাদেশকে ৪০ বছর পিছনে নেওয়া যাবে না। ১৮ কোটি মানুষ এখন প্রতিবাদ করবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন, বিনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে.জে. (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লা বুলু, মিজানুর রহমান মিনু, সালাহউদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাহউদ্দিন টুকু, আনোয়ার হোসাইন, শিরিন সুলতানা, সরফত আলী সপু, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। এছাড়া স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. আর এ গণি মঞ্চে উপস্থিত ছিলেন।
২০ দলীয় জোটের মধ্যে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, জাতীয় পার্টি (কাজী জাফর) টিআইএম ফজলে রাব্বী, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, ইসলামিক পার্টির চেয়ারম্যান আব্দুল মবিন, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের আবু সাঈদ আহমেদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।
গত ১ মে’র শ্রমিক সমাবেশের পর এই সমাবেশে বিএনপি ও বিশ দলীয় জোটের প্রধান খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতা জনিত কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

 

thereport24.com

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ