নাগরিকদের কল্যানে কাজ করার অঙ্গিকার নাগরিক ফোরামের
স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এই সংগঠনকে নাগরিকদের কল্যানে কাজ করার আহবান জানিয়েছেন। তারা বলেছেন নাগরিকদের সুযোগ-সুবিধে আদায়ে আরো ব্যাপকভাবে কাজ করতে হবে নাগরিক ফোরামকে। রাস্তাঘাটের বেহাল অবস্থা,মাদক ব্যবসা বন্ধ ও ষ্টেশনের টিকেট কালোবাজারী রোধের মতো জন ভোগান্তিকর কাজে জনগনের হয়ে ভূমিকা রাখতে হবে।
রোববার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে জেলা নাগরিক ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজন করা হয় নাগরিক সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সংগঠনের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন চাকমা।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ অমৃত লাল সাহা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,এ এস পি সদর মডেল থানা তাপস চন্দ্র ঘোষ, সুশাসনের জন্যে নাগরিকের সভাপতি মোখলেছুর রহমান খান,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা,আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, দৈনিক সমতট বার্তা সম্পাদক মনজুরুল আলম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবুল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা অমলেন্দু রায় ও ডিআইজি পতœী প্রনিতা সরকার ও । স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত।
অনুষ্টান উপস্থাপনায় ছিলেন হাবিবুর রহমান পারভেজ।
রাস্তাঘাটের বেহাল অবস্থা,মাদক ব্যবসা বন্ধ ও ষ্টেশনের টিকেট কালোবাজারী রোধের মতো জন ভোগান্তিকর কাজে জনগনের হয়ে ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য নাগরিকদের কল্যানে কাজ করার অঙ্গিকার করেন। পরে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।এতে সংগীত পরিবেশন করেন সেরা কন্ঠের পুজা সহ স্থানীয় শিল্পীরা ।