মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কসবা উপজেলা পরিষদের বাজেট

kasba upazilaশেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের ২০১৪-১৫ সনের বাজেট নিয়ে গত সোমবার (১৮ আগস্ট) সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন; ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. সাঈদ কুতুব। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, জাতি সংঘের ইউএনডিপির জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল মোজাহিদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা। 
বক্তব্য রাখেন; উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার, কুটি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জিতু, বিনাউটি ইউপি চেয়ারম্যান এম এস আলম দুলাল, অধ্যক্ষ মো. তছলিম মিয়া, উপজেলা প্রকৌশলী মো. আবদুল বাছির, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, খ.ম. হারুনুর রশিদ ঢালী প্রমুখ। 
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৪৭ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ১৭ হাজার টাকা। উন্নয়ন ও অনুদান আয় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ৫৬ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ৫৬ হাজার টাকা।