কলকাতার ছবিতে অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক : এবার টালিউডেও রাজত্ব গড়তে যাচ্ছেন অপু বিশ্বাস। এরই মধ্যে কলকাতার পরিচালক রাজীবের সঙ্গে আনুষ্ঠানিক কথাও সেরেছেন এই অভিনেত্রী। অপুকে নিয়ে কলকাতার ছবি নির্মাণ করবেন রাজীব। সব কিছু ঠিক থাকলে এ বছরই শুটিং শুরু করতে চান। অপু বলেন, "যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে রাজীবের সঙ্গে আনুষ্ঠানিক কথা হয়েছে। তিনি আমাকে নিয়ে কাজ করতে চান। আমিও তাঁর কাজের ভক্ত। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর 'বিন্দাস' ছবিটি দেখেছি। দারুণ লেগেছে। আশা করছি শিগগিরই আমার সুখবরটি সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।" অপু বিশ্বাস এখন ওয়াকিল আহমেদের 'শোধ' ও ওয়াজেদ আলী সুমনের 'হিট ম্যান' ছবির কাজে ব্যস্ত।