শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগরে দিন-দুপুরে নৌকায় ডাকাতি

dakat=======অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রতনপুর এলাকায় নৌকায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।ডাকাতরা নগদ টাকাসহ প্রায় পাচঁ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছে। তবে ডাকাতির ঘটনায় মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে নাসিরনগরের চাতলপাড় থেকে সরাইলে ধরন্তী ঘাটে যাওয়ার সময় রতনপুর এলাকায় ডাংগি বিলে একটি ইঞ্জিন চালিত নৌকায় হানা দেয় ডাকাতরা। অন্য একটি নৌকায় করে আসা ১০-১৫ জনের ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় জুম্মন আলী(৬০) মাহমুদ মিয়া (৪৫) ও রশিদ মিয়া(৩৮)নামে তিনজন আহত হন।

ডাকাতির সংবাদ পেয়ে চাতলপাড় ফাড়িঁর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

এ জাতীয় আরও খবর