মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পাসপোর্ট অফিসের দালালের কারাদণ্ড

pasportঅনলাইন ডেস্ক : জেলার পাসপোর্ট অফিস থেকে মামুন নামে এক দালালকে আটক করে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মামুন আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের জহির মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর নাজমুল আহসান জানান, জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের সিদ্দিকুর রহমান পাসপোর্ট অফিসে আসলে মামুন তাকে নানাভাবে হয়রানি করে। সিদ্দিকুর রহমানের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মামুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়।

আদালত এ সময় মামুনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।