মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতকে লজ্জায় ডোবালো ইংল্যান্ড

englang teamক্রীড়া প্রতিবেদকম্যানচেস্টারে ইনিংস ব্যবধানে হারের স্মৃতি এখনো তাজা ভারতের। সেই লজ্জা এড়ানোর লড়াইয়ে থাকা দলটি আবারো আড়াই দিনে বিধ্বস্ত হল। এবার ইনিংস ও ২৪৪ রানে জিতেছে ইংল্যান্ড।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতল ইংল্যান্ড।

ইংল্যান্ড সফরে ভারতের শেষ টেস্ট ইনিংসটি স্থায়ী হয় মাত্র ২৯.২ ওভার। প্রথমবারের মতো একশ’ পার হতে ব্যর্থ হওয়া দলটি অলআউট হয়ে যায় ৯৪ রানে।

ইংল্যান্ডকে আরেকবার ব্যাটিংয়ে নামাতে হলে অন্তত ৩৩৮ রান করতে হতো ভারতের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তার ধারে কাছে যেতে পারেনি অতিথিরা।

রোববার পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন লন্ডনের কেনসিংটস ওভালে ৭ উইকেটে ৩৮৫ রান নিয়ে খেলা শুরু করে ৪৮৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ এ দিন শেষ ৩ উইকেটে আরো ১০১ রান যোগ করে স্বাগতিকরা।

এতে সবচেয়ে বড় অবদান রুটের। ৯২ রান নিয়ে খেলা শুরু করা রুট পঞ্চম শতকে পৌঁছাতে মোটেও বেশি সময় নেননি। তৃতীয় ওভারেই সিরিজে দ্বিতীয় শতকটি পেয়ে যান তিনি।

শেষ পর্যন্ত ১৪৯ রানে অপরাজিত থাকেন রুট। তার ১৬৫ বলের ইনিংসটি ১৮টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। এ রান করার পথে ক্রিস ব্রডের (৩৭) সঙ্গে নবম উইকেটে ৪০ বলে ৬৩ রানের জুটি গড়েন তিনি।

ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৯৬ রানে নেন ৪ উইকেট।