মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিপাশা-হারমান সেরে ফেললেন আংটি বদল

bipasaডেস্ক রির্পোট : আংটি বদল করলেন বিপাশা বসু ও হারমান বাওয়েজা। মুম্বাইতে নিজের বাড়িতেই বাগদান পর্ব সেরে ফেললেন বিপাশা।
বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। এই বছরের শেষেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। আগেই হারমানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছিলেন বিপাশা। বিয়ের ব্যাপারে ভাবছেন বলেও জানান তিনি। আপাতত আগামী ছবি ক্রিচার থ্রিডির মুক্তি নিয়ে ব্যস্ত তিনি।
জন অ্যাব্রাহামের সঙ্গে দীর্ঘ ৯ বছরের লিভ-ইন সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছুদিন একাই ছিলেন বিপাশা। মাঝে রানা ডগ্গুবাতির সঙ্গে গুজবে জড়ালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে, কিছুদিন আগেই নীরবে প্রেমিকা প্রিয়া রুঞ্চল বিয়ে করেছেন জন।