আশুগঞ্জ থেকে পুনরায় ভারতীয় চাল পরিবহন শুরু
ডেস্ক রির্পোট : টানা বৃষ্টির কারণে গত তিন দিন ধরে বন্ধ থাকার পর শনিবার পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দর থেকে ভারতীয় চাল পরিবহন শুরু হয়েছে।
চাল সরবরাহের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্টেড সূত্র জানায়, এ পর্যন্ত ১০১টি কাভার্ড ভ্যানে ১৭ মেট্রিক টন করে মোট এক হাজার ৭১৭ মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরায় পৌঁছেছে।
আশুগঞ্জ বন্দরের পরিবহন পরির্দশক শাহ আলম জানান, গত বুধবারের পর শনিবার ২১টি কাভার্ড ভ্যানে চাল তুলে ত্রিপুরায় পাঠানো হয়েছে।
ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যশস্য পরিবহনের জন্য ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার তাদের বাংলাদেশের ওপর দিয়ে এ পণ্য পরিবহনের সুবিধা দিচ্ছে।
এর আগে গত ৭ আগস্ট পাঁচ হাজার ৮০ মেট্রিক টন খাদ্য নিয়ে পাঁচটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌ বন্দরে নোঙর করে।