বৃহস্পতিবার, ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়া-আগরতলা রেল সংযোগ প্রকল্পে ১শ’ কোটি রুপি বরাদ্দ

agডেস্ক রির্পোট : বাংলাদেশ-ভারত নতুন রেল সংযোগ প্রকল্পে নরেন্দ্র মোদি সরকার ৫শ’ কোটি রুপি বরাদ্দ করেছেন। এর মধ্যে ১৫ কিমি দীর্ঘ আখাউড়া-আগরতলা রেল রুট সম্পন্ন করতে ১শ’ কোটি  রুপি খরচ করা হবে।  গত ১৬ই আগস্ট দিল্লিতে রেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।  

ভারতের রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, বাংলাদেশ-ভারত রেল কানেকটিভিটির প্রাথমিক পর্যায় শুরু হবে প্রায় ১৫ কিমি দীর্ঘ ভারতের আগরতলা ও বাংলাদেশের আখাউড়া রেল চলাচলের মধ্য দিয়ে। আর ভারতের সঙ্গে বাংলাদেশ যে রেল কানেকটিভিটি চুক্তি করেছে তা এখন পর্যন্ত কেবল এই ১৫ কিমি রেলপথের মধ্যেই সীমাবদ্ধ। আর এজন্য গত মার্চ পর্যন্ত ১০ কোটি রুপি খরচ হয়েছে।

বর্তমানে আগরতলা-সাবরুম রুট প্রকল্পের আওতায় একটি নতুন রেল স্টেশন নির্মাণের কাজ চলছে বলে রেল প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন।

সাবরুম বাংলাদেশ ও ভারতকে বিভাজনকারী ফেনী নদীর তীরে অবস্থিত। এটি দক্ষিণ ত্রিপুরা জেলার একটি নগর পঞ্চায়েত। প্রস্তাবিত রেল উভয় দেশের সীমান্তবর্তী বেলোনিয়া এলাকাকে যুক্ত করবে।   

ওই বিবৃতিতে আরও বলা হয়, গত মার্চ পর্যন্ত আগরতলা-সাবরুম প্রকল্পে ৫৯৬ কোটি রুপি খরচ করা হয়েছে। ত্রিপুরার ভূখণ্ডে বাস্তবায়নাধীন এই রেল প্রকল্পের জন্য মোট ব্যয় বরাদ্দ হলো ১৭৪১ কোটি রুপি। রেল প্রতিমন্ত্রী বলেন, আর্থওয়ার্ক, ব্রিজ ও ট্রাক সংযোগকারী ব্যবস্থা নেয়া হয়েছে।  

সিনহা তার ওই বিবৃতিতে আরও উল্লেখ করেন, দু’দেশের মধ্যকার রেল কানেকটিভিটির জন্য একটি প্রাথমিক প্রকৌশল কাম ট্রাফিক সমীক্ষা চালানো হবে।

এ জাতীয় আরও খবর

জেল থেকে ফ্রেমে, এক মাস পর…

ইতিহাসের এই দিনে ‘বঙ্গবন্ধু সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন’

সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

সৃষ্ট সুযোগ হাতছাড়া করতে চায় না বিএনপি

বিমানবন্দরে সতর্কতা জোরদারের নির্দেশ

সন্ত্রাসবিরোধী আইনের ৯৩% মামলাই মিথ্যা

নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই নারাজ: মির্জা ফখরুল

ইরানের বিশ্বাস, আরব প্রতিবেশীরা তাদের মাটি থেকে যুক্তরাষ্ট্রকে হামলা করতে দেবে না

আমি কখনো আওয়ামী লীগ করিনি, আদালত প্রাঙ্গণে বললেন বাবুল সরদার

আন্দোলনকারী-সাংবাদিকদের মাঝে ফগিং মেশিন চালিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ইশরাকের

‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়লেন লিটন

মেহেদী রাঙা হাতে আদালতে হাস্যোজ্জ্বল তুরিন আফরোজ