ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কালো পতাকা বিক্ষোভ
ডেস্ক রির্পোট : ফিলিস্তিনের গাজায় ইসরাইলিদের বর্বরতা হামলা ও গণহত্যার প্রতিবাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আল রশিদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সদস্য সচিব জহিরুল হক খোকন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়াকুব আলী, জেলা যুবদল আহবায়ক মনির হোসেন প্রমুখ।