বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যৌন হয়রানি নিয়ে সংঘর্ষ : আখাউড়ায় দুই স্কুলছাত্র বহিস্কার

evtisingপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আমোদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. রানা ও মো. তানভীরকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দোষী সাব্যস্ত হলে তাদেরকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আরো কয়েক ছাত্রের কাছ থেকে মুচলেকা রাখা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার বিদ্যালয় মাঠে পাঁচটি গ্রামের লোকজন ও বিদ্যালয় সংশ্লিষ্টদের এক সালিস সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রাজীব ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, সমাজ সেবক মো. আব্দুল হাই ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় গত ১২ আগস্ট দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়। ঘটনাটি এলাকাবাসীকে নিয়ে মীমাংসা করা হবে বলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলে এ বিষেয় কেউ থানায় অভিযোগ দেয় নি।