বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ইংলিশ প্রিমিয়ার লীগের পর্দা উঠছে আজ

englisg leagডেস্ক রির্পোট : পেশাদার ফুটবলের সবচেয়ে দর্শকপ্রিয়  ঘরোয়া আসর ইংলিশ প্রিমিয়ার লীগ মাঠে গড়াচ্ছে আজ। ইংল্যান্ডের এ লীগ কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্বের ২১২টি অঞ্চলে সমপ্রচার হবে এবারের প্রিমিয়ার লীগ ফুটবল। এতে বিশ্বজুড়ে ৬৪৩ মিলিয়ন ঘরের টেলিভিশনে পৌঁছবে এবারের প্রিমিয়ার লীগ। আর এতে ফুটবল উপভোগ করবেন বিশ্বজুড়ে ৪.৭ বিলিয়ন দর্শক। ফুটবল খেলার জন্ম ইংল্যান্ডেই। বিশ্বের সবচেয়ে পুরনো আসরও বিলেতে। ইংলিশ শীর্ষ ফুটবল লীগ প্রথম মাঠে গড়ায় শতবছর আগে। ইংলিশ ফুটবল এসোসিয়েশন (এফএ) এর প্রথম আসর চালু করে ১৯৮৮ সালে। ১৯৯২ এ এসে ইংলিশ ফুটবল লীগ পায় নতুন চেহারা। প্রিমিয়ার লীগ নামে নবরূপে মাঠে গড়ায় ইংল্যান্ডের এ ফুটবল আসর। ১৯৯২ পর্যন্ত শত বছরের লীগ আসরে শিরোপার স্বাদ নেয় ২৩টি ক্লাব দল। তবে প্রিমিয়ার লীগের ২২ আসরে শিরোপার যোগ্যতা দেখিয়েছে মাত্রই পাঁচটি দল। নতুন চেহারার প্রিমিয়ার লীগে বিপুুল অর্থবিত্ত নিয়ে টানা দাপট দেখাচ্ছিল ‘বিগ ফোর’  খ্যাত চার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি ও আর্সেনাল। তবে ২০০৯ সালে এতে যুক্ত হয় ম্যানচেস্টার সিটি। আরব আমিরাতের যুবরাজ শেখ মনসুর এ ক্লাব কিনে নিয়ে বিপুল অর্থব্যয়ে খোলনলচে পাল্টে দেন ম্যানসিটির। ২০১২ ও সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা জিতে নিয়ে এবারও তারা অন্যতম ফেভারিট। ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বাধিক ১৩ শিরোপার কৃতিত্ব ম্যানচেস্টার ইউনাইটেডের। চেলসি ও আর্সেনাল এ শিরোপা ঘরে তুলেছে তিনবার করে। ম্যানসিটি দুই ও একবার শিরোপার স্বাদ নিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্স। ইংলিশ শীর্ষ লীগে মোট শিরোপায় সর্বাধিক ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮বার এ শিরোপার কৃতিত্ব লিভারপুলের। তবে  প্রিমিয়ার লীগ নামকরণের পর শিরোপার মুখ দেখেনি অলরেড দলটি। 

২০ দলের আসরে এবারও হবে মোট ৩৮০ ম্যাচ। গত মওসুম রেলিগেশন শেষে অবনমন হয়েছে নরউইচ সিটি, ফুলহ্যাম ও কার্ডিফ সিটির। প্রিমিয়ার লীগে এবার এ তিন দলের জায়গা নিচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন্সশিপ আসরের শীর্ষ দল কুইন্স পার্ক রেঞ্জার্স, লিস্টার সিটি ও বার্নলি এফসি। 

যেখানে বাজিমাত বিদেশীদের

নতুন আদল নিয়ে ১৯৯২-৯৩ মওসুমে মাঠে গড়ায় ইংলিশ প্রিমিয়ার লীগ। সেবার লীগের দলগুলোয় বিদেশী ফুটবলারের সংখ্যা ছিল সাকুল্যে ১১জন। তবে  এখানে ক্রমেই বাড়ে বিদেশী ফুটবলারদের উপস্থিতি। ২০০১ মওসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে মোট খেলোয়াড়ের  ৩৬% ছিলেন ভিনদেশী  ফুটবলার। ২০০৫-এর মওসুমে বিদেশী ফুটবলারের সংখ্যাটা পৌঁছে ৪৫%-এ। আর ১৯৯৯ সালের ২৬শে ডিসেম্বর প্রিমিয়ার লীগের এক ম্যাচে শীর্ষ দল চেলসি দেখায় নতুন রেকর্ড। এদিন চেলসি একাদশের প্রতেকেই ছিলেন ভিনদেশি ফুটবলার। ২০০৫ সালে আর্সেনাল দেখায় এককাঠি বেশি। ১৪ ফেব্রয়ারি লীগ ম্যাচে আর্সেনালের ঘোষিত ১৬ জনের দলে প্রত্যেইে ছিলেন বিদেশী। ইংলিশ প্রিমিয়ার লীগে নেপথ্য কুশীলবের ভূমিকায়ও জয়জয়কার বিদেশী কোচদের। এর ২২ মওসুমে ইংল্যান্ডের কোন কোচ এখনও শিরোপার মুখ দেখেননি। 


 

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার