মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেতু ধসের আশঙ্কা

Rail Brigeডেস্ক রির্পোট : টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেতু ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে সেতুর নিচ থেকে মাটি সরে গেছে। ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।শুক্রবার দুপুরে পৃথক এ দু’টি ঘটনা ঘটে। 

এদিকে, অতিরিক্ত পানি জমে নরসিংদীতে রেল লাইনের স্লিপারের নিচ থেকে মাটি সরে যায়। তা মেরামত শেষে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। 

পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (কুমিল্লা) মো. ইরফানুল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েকদিনের টানা বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ ও সালদা নদী রেলস্টেশনের মাঝামাঝি একটি সেতুর নিচ দিয়ে তীব্র গতিতে পানি চলাচল করছে। 

দুপুরে ওই সেতুর মাটি ধরে রাখার ওয়িং ওয়ালের কিছু অংশ ভেঙে যায়। এছাড়া পানির তোড়ে সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই কারণে ওই সেতুর ওপর দিয়ে কম গতিতে ট্রেন চলাচল করতে বলা হয়েছে। সেতুটি পুরোপুরি মেরামতের জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। 

এদিকে, নরসিংদীতে অতিরিক্ত পানির চাপে রেললাইনের স্লিপারের নিচের মাটি সরে গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে প্রায় দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামত শেষে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, নির্মাণাধীন ও চলমান লাইনের মাঝামাঝি অতিরিক্ত পানি জমে গেলে স্লিপারের নিচ থেকে মাটি সরে যায়।

এ জাতীয় আরও খবর

চেন্নাইয়ের পঞ্চম শিরোপা

শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা সদস্য প্রেরণকারী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান আর নেই

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম