বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনে যে ১০টি ভুল একবার করাই উচিত!

job-search_0ডেস্ক রির্পোট : খুব অবাক হচ্ছেন? ভাবছেন ভুল করার কথা বলছি, এটা আবার কেমন পরামর্শ! আসলেই কিন্তু ভুল করতেই বলছি। কারণ ভুল না করলে কী করে বুঝবেন যে শুদ্ধ কোনটা? আপাতদৃষ্টিতে এগুলো খুবই ছোট ভুল, এমন কোন আহামরি পৃথিবী উল্টে যায় না এসব করলে। কিন্তু এই ছোট্ট ভুলগুলো জীবন সম্পর্কে আমাদেরকে দেয় বিশাল সব শিক্ষা। হ্যাঁ, যদি তা গ্রহণ করার মত মন আপনার থাকে। দেখুন তো আজ মিলিয়ে, এই ১২টি ভুলের মাঝে কোনগুলো আপনি করেছেন আর সেখান থেকে কী শিখেছেন?

১) ভুল মানুষের প্রেমে পড়া
জীবনে একবার ভুল মানুষের প্রেমে সবাই পড়েন। আর পড়েন বলেই জানতে পারেন, বুঝতে পারেন যে নিজের জীবনে ঠিক কেমন মানুষ চাই তার। ঠিক কেমন মানুষের সাথে তিনি ভালো থাকবেন।

২) মিথ্যা বলে ধরা
মিথ্যা কমবেশি সবাই বলেন। কিন্তু জীবনে যে একবার মিথ্যা বলে ধরা পড়েন ও বিব্রতকর অবস্থায় পড়েন, তার অহেতুক মিথ্যা বলার অভ্যাস একেবারেই চলে যায়।

৩) ভুল মানুষকে বিশ্বাস করা
ভুল মানুষকে বিশ্বাস করে না ঠকলে আসলে বোঝা যায় না আপন মানুষগুলোর কত মূল্য। ভুল মানুষেরা বিশ্বাসঘাতকতা করে বলেই বিশ্বাসের মূল্যটা স্পষ্ট হয়ে ওঠে।

৪) আজেবাজে খাবার খেয়ে অসুস্থ হওয়া
আজেবাজে খাদ্যাভ্যাসের জন্য অসুস্থ হয়ে একটু ভোগা জীবনে ভোগাই উচিত। কেন জানেন? কারণ তাহলে আপনি সুস্বাস্থ্য রক্ষায় সচেতন হবেন ও বাজে খাবারের খারাপ প্রভাবটা চিনবেন।

৫) একবার হলেও অতিরিক্ত খরচ করে ফেলা
অতিরিক্ত খরচে উল্টাপাল্টা জিনিষ কিনে ফেলেছেন কখনো? এমন কিছু যা আসলে আপনার প্রয়োজন নেই? এই শিক্ষাটা আপনাকে শেখাবে যে টাকা আসলে কত মূল্যবান।

৬) একটা বিচ্ছিরি চাকরি
একটা বাজে চাকরি করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়, সেটা আসলে বাকি জীবন কর্মক্ষেত্রে ভীষণ কাজে লাগে।

৭) অন্যের উপকার করতে গিয়ে কষ্ট পাওয়া
কেবল এতেই আপনি বুঝবেন যে সবার উপকার করতে নেই। কেবল তাদের উপকার

৮) সঞ্চয় খরচ করে ফেলা
সঞ্চয় বা টাকা জমানোর দিকে যে আসলে কতটা মনযোগী হওয়া উচিত, এবং একটা টাকা সঞ্চয় না থাকলে যে আসলে কী রকম অসহায় লাগে, আপনাকে সেই শিক্ষাটা দেবে এই ব্যাপারটাই।

৯) মা বাবার কথা না শুনে বিপদে পড়া
একটা নির্দিষ্ট বয়সের পর মা বাবার কথা যেন সন্তান শুনতেই চায় না। ভুলে যায় যে মা বাবার অভিজ্ঞতা তার চাইতে অনেক বেশি। তাই একবার মা বাবার অবাধ্য হয়ে বিপদে পড়াই উচিত। চোখ খুলে যাবে এতে।

১০) ক্ষতিকর বন্ধুকে আঁকড়ে ধরে রাখা
ক্ষতিকর বন্ধুকে আঁকড়ে ধরে রাখলে একদিন না একদিন সেটা খেল দেখাবেই। প্রতারিত হবেন, খতিগ্রস্থ হবেন। আর একসময়ে বুঝবেন কাদের সাথে বন্ধুত্ব করা উচিত।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি