বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জীবনে যে ১০টি ভুল একবার করাই উচিত!

job-search_0ডেস্ক রির্পোট : খুব অবাক হচ্ছেন? ভাবছেন ভুল করার কথা বলছি, এটা আবার কেমন পরামর্শ! আসলেই কিন্তু ভুল করতেই বলছি। কারণ ভুল না করলে কী করে বুঝবেন যে শুদ্ধ কোনটা? আপাতদৃষ্টিতে এগুলো খুবই ছোট ভুল, এমন কোন আহামরি পৃথিবী উল্টে যায় না এসব করলে। কিন্তু এই ছোট্ট ভুলগুলো জীবন সম্পর্কে আমাদেরকে দেয় বিশাল সব শিক্ষা। হ্যাঁ, যদি তা গ্রহণ করার মত মন আপনার থাকে। দেখুন তো আজ মিলিয়ে, এই ১২টি ভুলের মাঝে কোনগুলো আপনি করেছেন আর সেখান থেকে কী শিখেছেন?

১) ভুল মানুষের প্রেমে পড়া
জীবনে একবার ভুল মানুষের প্রেমে সবাই পড়েন। আর পড়েন বলেই জানতে পারেন, বুঝতে পারেন যে নিজের জীবনে ঠিক কেমন মানুষ চাই তার। ঠিক কেমন মানুষের সাথে তিনি ভালো থাকবেন।

২) মিথ্যা বলে ধরা
মিথ্যা কমবেশি সবাই বলেন। কিন্তু জীবনে যে একবার মিথ্যা বলে ধরা পড়েন ও বিব্রতকর অবস্থায় পড়েন, তার অহেতুক মিথ্যা বলার অভ্যাস একেবারেই চলে যায়।

৩) ভুল মানুষকে বিশ্বাস করা
ভুল মানুষকে বিশ্বাস করে না ঠকলে আসলে বোঝা যায় না আপন মানুষগুলোর কত মূল্য। ভুল মানুষেরা বিশ্বাসঘাতকতা করে বলেই বিশ্বাসের মূল্যটা স্পষ্ট হয়ে ওঠে।

৪) আজেবাজে খাবার খেয়ে অসুস্থ হওয়া
আজেবাজে খাদ্যাভ্যাসের জন্য অসুস্থ হয়ে একটু ভোগা জীবনে ভোগাই উচিত। কেন জানেন? কারণ তাহলে আপনি সুস্বাস্থ্য রক্ষায় সচেতন হবেন ও বাজে খাবারের খারাপ প্রভাবটা চিনবেন।

৫) একবার হলেও অতিরিক্ত খরচ করে ফেলা
অতিরিক্ত খরচে উল্টাপাল্টা জিনিষ কিনে ফেলেছেন কখনো? এমন কিছু যা আসলে আপনার প্রয়োজন নেই? এই শিক্ষাটা আপনাকে শেখাবে যে টাকা আসলে কত মূল্যবান।

৬) একটা বিচ্ছিরি চাকরি
একটা বাজে চাকরি করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়, সেটা আসলে বাকি জীবন কর্মক্ষেত্রে ভীষণ কাজে লাগে।

৭) অন্যের উপকার করতে গিয়ে কষ্ট পাওয়া
কেবল এতেই আপনি বুঝবেন যে সবার উপকার করতে নেই। কেবল তাদের উপকার

৮) সঞ্চয় খরচ করে ফেলা
সঞ্চয় বা টাকা জমানোর দিকে যে আসলে কতটা মনযোগী হওয়া উচিত, এবং একটা টাকা সঞ্চয় না থাকলে যে আসলে কী রকম অসহায় লাগে, আপনাকে সেই শিক্ষাটা দেবে এই ব্যাপারটাই।

৯) মা বাবার কথা না শুনে বিপদে পড়া
একটা নির্দিষ্ট বয়সের পর মা বাবার কথা যেন সন্তান শুনতেই চায় না। ভুলে যায় যে মা বাবার অভিজ্ঞতা তার চাইতে অনেক বেশি। তাই একবার মা বাবার অবাধ্য হয়ে বিপদে পড়াই উচিত। চোখ খুলে যাবে এতে।

১০) ক্ষতিকর বন্ধুকে আঁকড়ে ধরে রাখা
ক্ষতিকর বন্ধুকে আঁকড়ে ধরে রাখলে একদিন না একদিন সেটা খেল দেখাবেই। প্রতারিত হবেন, খতিগ্রস্থ হবেন। আর একসময়ে বুঝবেন কাদের সাথে বন্ধুত্ব করা উচিত।

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার