জলাবদ্ধতায় ভোগান্তিতে ব্রাহ্মণবাড়িয়াবাসী
প্রতিনিধি: টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।এতে সীমিত হয়েছে যান চলাচল, দুর্ভোগে পড়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসী
মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয় বৃষ্টি। নিষ্কাষণ ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় শহরের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি জমে সরকারপাড়া, কাজীপাড়া,সহ বেশকিছু এলাকায়। এছাড়া শহরের সব রাস্থার অবস্থা করুন দশা।জলাবদ্ধতা সরকাপাড়া রাস্থা ও জেলা ঈদগাহ সামনে থেকে মানুষ জালদিয়ে মাছ ধরতে দেখা যায়। কালিবাড়ী থেকে কাজীপাড়ার সমস্থ রাস্থা ছিল পানির নিচে।
আবহাওয়া অধিদপ্তরে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার ও এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী, রংপুর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কমর্জীবী ও শিক্ষার্থীদের। গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।