শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় ১৫ আগষ্টের অনুষ্ঠান ব্যাতিক্রম করলেন -আইনমন্ত্রী

anisul haqপ্রতিনিধি: বিভিন্থান স্থান থেকে চাঁদা আদায় এবং নেতাকর্মীদের পকেট থেকেই এতদিন আসত ১৫ ই আগষ্টের অনুষ্ঠান খরচ। কিন্তু এবার আখাউড়ায় ব্যাতিক্রম করলেন স্থানীয় সংসদ সদস্য এবং আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। ওইদিন নিজ খরচায় তিনি প্রতি ইউনিয়নে কাঙ্গালি ভুজের আয়োজন করেছেন। আইনমন্ত্রীর ঘনিষ্টজন আখাউড়া পৌরসভার মেয়র আওয়ামীলীগ নেতা তাকজিল খলিফা কাজল জানান. মন্ত্রী নিজ খরচে প্রতি ইউনিয়নে কাঙ্গালি ভুজের জন্য একটি করে গরু এবং পৌরশহরে একটি মহিষ দেয়ায় ঘোষনা দিয়েছেন। একই সাথে প্রতি ইউনিয়নে এবং পৌরসভায় সনাতন ধর্মালম্বীদের জন্য ১০ হাজার করে টাকা বরাদ্ধ করা হয়েছে। ১৫ আগষ্টের অনুষ্ঠানে  সনাতন ধর্মালম্বীদের জন্য পৃথক ব্যবস্থা আখাউড়ায় এবারই প্রথম বলে জানান তিনি। মন্ত্রী নিজে উপস্থিত থেকে কর্মসূচির উদ্ধোধন করবেন।