১৫ আগষ্ট জাতীয় শোক দিবস সরাইলে ব্যাপক আয়োজন
প্রতিনিধি: শুক্রবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাপক আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে মসজিদে কোরআন খানি দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা এবং সরাইল উপজেলা কমপ্লেক্্র ভবনের সামনে সকালে শোক সভা ও জেয়াফতের আয়োজন করা হয়েছে। উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন শহীদ ইকবাল আজাদ এর সহধর্মীনি বিগত দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উম্মে নাজমা বেগম শিউলি আজাদ।